[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি: ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ঝালকাঠির কাঁঠালিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের কাঁঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহর ঘুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাওলানা মো. আহসানউল্লাহ খান সবুজ, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক মাওলানা মো. আল আমিন, মাওলানা মো. ফয়জুল্লাহ প্রমুখ।
সভায় ব্যক্তরা ফ্রান্সের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন ও ফ্রান্সের পণ্য ক্রয় বিক্রয় বন্ধ রাখার আহবান জানান। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।