বিশিষ্ট লেখক, সাংবাদিক শাহরিয়ার কবিরের স্ত্রী আর নেই

মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২০,৪:৫৮ পূর্বাহ্ণ
0
115

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশিষ্ট লেখক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার তিনি না ফেরার দেশে চলে গেছেন। অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে রোববার ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।

দীর্ঘ রোগভোগের পর ৬৮ বছর বয়সী ডানা কবির গত রোববার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডানা কবির দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, ফুসফুসের রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ডানা কবির সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক প্রয়াত শাহাদাত চৌধুরীর বোন।

শাহরিয়ার কবির ও তার মেয়ে দেশে আসলে ডানা কবিরের জানাজা এবং দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। দেশের বাইরে থাকা শাহরিয়ার কবির ও তার মেয়ে ফিরবেন মঙ্গলবার। বুধবার জোহরের নামাজের পর জানাজা শেষে ডানা কবিরকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে