বিরামপুরে পৌর মেয়রসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২০,৪:৪৭ পূর্বাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিদেশফেরত ছয়জনকে উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। তারা গত এক থেকে দুই সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. সোলায়মান হোসেন মেহেদী। বিদেশ ফেরত ব্যক্তিগুলোর মধ্যে ভারত থেকে তিনজন, সৌদি আরব থেকে একজন, সিঙ্গাপুর থেকে একজন, মালেয়েশিয়া থেকে একজন দেশে এসেছেন বলেন জানা গেছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। সেই সাথে বিদেশ ফেরত ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করেলে কঠোর আইন প্রয়োগ করা হবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে একজনের (মেয়র) সর্দি ও কাশি দেখা দিয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে