[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছিল। এতে প্রায় ১৫ মিনিট বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। যদিও সেই সময়ে যাত্রীবাহী কোন ফ্লাইট না থাকায় কাজে তেমন কোন ব্যাঘাত ঘটেনি। এ ঘটনা ঘটে আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে।
চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জাহান বলেন, ‘বিমান বাহিনীর উড়োজাহাজটি অবতরনের সময় এর চাকা ব্লাস্ট করলেও সেটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছে। এতে রানওয়ের কার্যক্রম বন্ধ করা হয়েছিল বড়ো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকায়। সতর্ক থাকার পর সকাল ১১টার দিকে রানওয়ে সচল করা হয়েছে।’
বিমানবন্দর ব্যবস্থাপক জানিয়েছেন, ১৫ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় যাত্রী বা পণ্যবাহী বিমান ওঠানামার কোনো শিডিউল না থাকায় কাজে তেমন ব্যাঘাত ঘটেনি। জানা গেছে, ১১টার পর দুর্ঘটনা কবলিত বিমানটিতে নতুন চাকা সংযোজনের পর সেটি বিমানবন্দরের পাশে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়েছে।