[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বগুড়া-১, যশোর-৬, ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের সংসদ নির্বাচন এবং সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জাতীয় সংসদের ৩৬ বগুড়া-১ ও ৯০ যশোর-৬ এর শূন্য আসনের সংসদ নির্বাচন এবং সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়রের শূন্যপদে উপনির্বাচনের দিন অর্থাৎ ২৯ মার্চ রবিবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
জাতীয় সংসদের ১৮৩ ঢাকা-১০ এর শূন্য আসনে ২১ মার্চ, শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনি এলাকাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে সে সকল প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ও মহানগরীর অন্যান্য এলাকাধীন স্বাস্থ্য সেবা বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠান-সহ সকল অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত ভোটারদের ভোট প্রয়োগের সুযোগ দানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তপক্ষকে অনুরোধ করা হয়েছে।
জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা-৩ এবং ৯৮ বাগেরহাট-৪ এর শূন্য আসনে ২১ মার্চ, শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।