[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিপিএল ফাইনাল ম্যাচ বলেই বেড়ে গেছে টিকিটের মূল্য। বুধবার (১৫ জানুয়ারি) ফাইনাল টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। যেখানে সব ধরনের টিকিটের দাম বেড়েছে। বিপিএল আসরের শুরু থেকেই টিকিটের মূল্য নিয়ে অনেক অসন্তোষের প্রকাশ করেছিলেন ক্রিকেট সমর্থকেরা। দাম তো কমেইনি উল্টো ফাইনালে ম্যাচে টিকিটের উচ্চ মূল্য নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ড। ইস্টার্ন গ্যালারি আগের মূল্য ছিলো ২০০ টাকা ফাইনালে ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা।
নর্থ ও সাউদার্ন স্ট্যান্ড ছিলো ৩০০ টাকা করা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭০০ টাকা পর্যন্ত। সবচেয়ে বৃদ্ধি পেয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম। দুই হাজার থেকে এই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা।