বিপিএলে অংশ নিতে ঢাকায় আন্দ্রে রাসেল

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯,৯:৪৪ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় এসেছেন ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল। সোমবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকায় পা রাখেন এ ক্যারিবীয় তারকা। তবে গণমাধ্যমের কাছে বিষয়টি গোপন রেখেছে রাজশাহী রয়্যালস কর্তৃপক্ষ।

প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে তাকে দলে ভিড়িয়েছে রাজশাহী রয়্যালস। টুর্নামেন্টের তাদের প্রথম ম্যাচ বুধবারে হলেও রাজশাহী মাঠে নামবে বৃহস্পতিবার। ১২ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনসের মুখোমুখি হবে লিটন দাস, আফিফ ধ্রুব, আন্দ্রে রাসেলদের রাজশাহী।

এর আগে আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে জার্সি উন্মোচন করবে দলটি। সেখানে উপস্থিত থাকবেন রাসেল। দলের আরেক বড় তারকা শোয়েব মালিক বাংলাদেশে আসবেন বুধবার।

রাজশাহী রয়েলস স্কোয়াড :
লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান, আন্দ্রে রাসেল (ড্রাফটের বাইরে)ও শোয়েব মালিক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে