[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট থান্ডার এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয় দিয়ে আসর শুরু করতে চান সিলেট থান্ডারের কোচ হার্শেল গিবস। প্রথমবারের মতো বিপিএলে কোনো দলের কোচ হয়ে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত গিবস। জয় দিয়ে মিশন শুরু করার প্রত্যাশা তার।
এদিকে ইনজুরির কারণে অধিনায়ক মাহমুদুল্লাহ না থাকলেও ভালো শুরুর প্রত্যাশা চ্যালেঞ্জার্সের। বুধবার (১১ ডিসেম্বর) দু’দলের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
বাজছে বিপিএল ধামাকা। তাইতো রাজধানীর মিরপুর একাডেমি মাঠের চিত্রটা একেবারেই ভিন্ন রকম। মূল লড়াইয়ের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেয় দলগুলো। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং সব বিভাগেই চাই সেরা পারফরমেন্স। তাই দম ফেলবার ফুরসত নেই খেলোয়াড়দের।
খেলোয়াড় হিসেব নয়, কোচ হিসেবে আসতে পারাটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। কোচিংয়ের দায়িত্বটা উপভোগ করতে চাই। সিলেট দলে বেশকিছু ভালো খেলোয়াড় আছে। তাদের নিয়ে ভালো রেজাল্টই আসবে আশা করি বলেন সিলেট থান্ডারের কোচ হার্শেল গিবস।
অনুশীলনে শিষ্যদের নিয়ে গতকাল সকাল সকাল হাজির হন সিলেট থান্ডারের আফ্রিকান কোচ হার্শেল গিবস। মোসাদ্দেক, মিঠুন, এবাদত হোসেনদের নিয়ে দীর্ঘক্ষণ চালান পরীক্ষা-নিরীক্ষা। দেন নানা পরামর্শ।
এদিকে উদ্বোধনী ম্যাচে সুরমা পাড়ের দলটির প্রতিপক্ষ আসরে শক্তিশালী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলটির অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া সব বিদেশিকেও পাচ্ছেন না প্রথম ম্যাচে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যান ইমরুল কায়েস বলেন, হতাশা নয় বরং ইতিবাচক শুরুর প্রত্যাশা রয়েছে তা