[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আরও।
বৃহস্পতিবার রাতে ভুঁয়াপুরের টেপিপাড়া এলাকায় ভুঁয়াপুর-তারাকান্দি বাঁধ ভেঙে যাওয়ায় ৪টি উপজেলা নতুন করে প্লাবিত হয়েছে । এর ফলে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় তিন লাখ মানুষ।
জেলা প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী, জেলার ৬টি উপজেলা টাঙ্গাইল সদর, ভুঁঞাপুর, গোপালপুর, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ারের ৩৪টি ইউনিয়নের প্রায় প্লাবিত হয়েছে ২১০টি গ্রাম ।
এছাড়া এক হাজার ৩শ’ ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিন হাজার ৩৬ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে পানিতে। ১০২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ।প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সহায়তায় ২শ’ টন চাল ও নগদ তিন লাখ টাকা বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।।