বিনামূল্যে ৬ শত দরিদ্র ও দুঃস্থ শিশুর বিজ্ঞান জাদুঘর ভ্রমণ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩,১২:০৭ অপরাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গত ৩১ জানুয়ারি পথ শিশুসহ দরিদ্র ও দুঃস্থ শিশুদের জন্য বিনামূল্যে জাদুঘর পরিদর্শন ও বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।

রাজধানীর আগারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বদেশ মৃত্তিকা বিদ্যালয়, জামেয়া হোসাইনীয়া মাদ্রাসা, আলমনগর মাদ্রাসা ও প্রভাত আনন্দসহ বিভিন্ন  প্রতিষ্ঠানের ৬শতাধিক শিক্ষার্থী উৎসব মুখর পরিবেশে প্রায় ৪ ঘন্টা জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীবস্তু পরিদর্শনপূর্বক জ্ঞান অর্জন করে। তাদেরকে বিজ্ঞানের মৌলিক বিষয় এবং আধুনিক প্রযুক্তির নব উদ্ভাবন সম্পর্কে পরিচিত করা হয়।

এসব শিশুরা অর্থনৈতিক কারণে বিজ্ঞান জাদুঘরে আসতে পারে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে হাতে কলমে জ্ঞানার্জনের অপরিহার্যতার বিষয়টি উপলব্ধি করে বিজ্ঞান জাদুঘর এ উদ্যোগ গ্রহণ করে।

এসব প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা জাদুঘরে এসে আনন্দে উদ্বেলিত হয়। বিজ্ঞান জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এসব শিশু-কিশো্রদের সাথে একাত্ম হয়ে দায়িত্ব পালন করে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ সমাজের বিশেষ কোনো শ্রেণির নাগরিকদের জন্য নয়, ধনী দরিদ্র সর্বস্তরের নাগরিকদের জাদুঘরে আসার এবং জ্ঞাণতৃষ্ণা মিটানোর  অধিকার রয়েছে। সংবিধানে বর্ণিত সমতা নীতির ভিত্তিতে বিজ্ঞান জাদুঘর  অনগ্রসর মানুষের জন্য বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করে। এতে পথশিশু এবং দুঃস্থ ও দরিদ্র শিশুদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হয়। সমাজের এ দরিদ্র শ্রেণি থেকেই জন্ম নিতে পারে নিউটন, আইনস্টাইন বা স্টিফেন হকিন্সের মত বিজ্ঞানীরা। কার মাঝে কি প্রতিভা সুপ্ত আছে, তা’ কেউ জানে না। এসব মেধার বিকাশ ঘটানোই আমাদের কর্তব্য।”

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে