বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জাতীয় বার্ন ইনস্টিটিউট ও নারায়ণগঞ্জের মসজিদ এলাকা পরিদর্শন

রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০,৯:৩১ পূর্বাহ্ণ
0
9
প্রতিমন্ত্রী নসরুল হামিদ

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদ এলাকা পরিদর্শন করেছেন।

          প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে গতকাল রাতে  এসি বিস্ফোরণে  আহতদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  যান।  এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের  সাথে তাদের দ্রুত আরোগ্য নিয়ে মতবিনিময় করেন।  পরে তিনি  নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় ও বিষয়টি নিয়ে আলোচনা করেন।

          প্রতিমন্ত্রী জানান,  তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং ডিপিডিসির প্রধান প্রকৌশলী  মুজিবুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।  কাউকে ছাড় দেওয়া হবে না।  তিনি এ সময় বলেন, জনগণ সচেতন থাকলে কোন অবৈধ কাজ হতে পারে না । অবৈধ গ্যাস ও বিদ্যুৎ  সংযোগ অপসারণে  স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন ।

          প্রতিমন্ত্রী আরো বলেন, সকল বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় বিদ্যমান মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

          এ সময় অন্যান্যের মাঝে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে