বিদেশগামীদের ৭ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে আসতে হবে

শুক্রবার, মার্চ ১১, ২০২২,১২:৫৯ অপরাহ্ণ
0
79

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কোভিড-১৯ টেস্টের জন্য বিদেশগামী যাত্রীদের ৭-৮ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে  আসতে হবে। স্বাস্থ্য সেবা বিভাগের এক সভা থেকে সর্বসাধারণের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

বিদেশগামী যাত্রীরা বিলম্বে আগমন করায় কোভিড-১৯ টেস্টের রিপোর্ট ডেলিভারিতেও প্রতিফলন ঘটছে। এ সমস্যা সমাধানে যাত্রীদের ৭-৮ ঘণ্টা পূর্বে আসতে হবে। এ সময়ের মধ্যে না আসলে এ সংক্রান্ত জটিলতার সৃষ্টি হলে তার দায় যাত্রীদেরকেই নিতে হবে।

এছাড়া সঠিক সময়ে রিপোর্ট প্রদান করার পর যদি যাত্রী ফ্লাইট মিস করে তার দায়ভারও যাত্রীকেই নিতে হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে