বিটিভির ক্যামেরাপার্সন রোজিনা আক্তারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০,২:২০ অপরাহ্ণ
0
72

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র ক্যামেরাপার্সন রোজিনা আক্তারের মৃত্যুতে।

প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিটিভি সূত্র জানায়, বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহিলা ক্যামেরাপার্সন রোজিনা আক্তার আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। সূত্র আরো জানায়, রোজিনা আক্তার ক্যামেরাপার্সন হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারে কাজ করতেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে