বিজয় দিবস উপলক্ষে নগরবাসীর প্রতি চসিক সিটি মেয়রের শুভেচ্ছা

সোমবার, ডিসেম্বর ১৬, ২০১৯,১০:০৭ পূর্বাহ্ণ
0
87

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিজয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের সবশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেন জাতীয় চারনেতা,ত্রিশ লক্ষ শহীদ এবং তিন লাখ নির্যাতিত মা-বোনকে,যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ,তাদের প্রতিও বিন¤্র শ্রদ্ধা জানান সিটি মেয়র। মেয়র বলেন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার ভিশন ২০২১ও ২০৪১ ঘোষণা করেছে। আমাদের বিপুল মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তির সার্থক ব্যবহারের মাধ্যমে আমরা এ ভিশন বাস্তবায়নে সক্ষম হবো,ইনশাল্লাহ। মহান বিজয় দিবসের প্রাক্কালে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশী কার্যকর অবদান রাখতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহবান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে