বিজ্ঞান জাদুঘরে শিক্ষকদের নিয়ে জলবায়ু অধিবেশন

সোমবার, নভেম্বর ২৮, ২০২২,১২:৩৩ অপরাহ্ণ
0
3

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গত ২৭ নভেম্বর “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)’এর ৩৮তম এসিইএম কোর্সের ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উপপরিচালক এ.জে.এম.সালাহ্‌উদ্দিন নাগরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রধান ডিসপ্লে কর্মকর্তা মাকসুদা বেগম বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের যথেষ্ঠ ভূমিকা আছে। পরিবেশ বিপর্যয়ের ভয়ানক নেতিবাচক প্রভাবের মুখে আমাদের অস্তিত্ব আজ হুমকীর সম্মুখীন। যা’ ব্যক্তি থেকে জাতীয় পর্যায়ে কেউই বাদ যাবেনা মর্মে এর গুরুত্ব উপলব্ধি করে বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় এবং সর্বোপরি সচেতনতার মাধ্যমে প্রাত্যহিক জীবনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞান জাদুঘর যেহেতু শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছে সেহেতু তাদের জলবায়ু সচেতন করতে এ আয়োজন।”

প্রধান অতিথির বক্তব্যে নায়েম এর উপপরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) মো: সাইদুজ্জামান বলেন, “পরিবেশ ও জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বর্তমান সময়ে মনুষ্যসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নির্গমনের  ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয়। বিশেষ কোনো অঞ্চল বা জনগোষ্ঠী নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে পড়েছে সারাবিশ্বের মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে, বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে।” সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যান বাছাড়।

প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা খাতুন এবং আনন্দমোহন সরকারি কলেজ, ময়মনসিংহের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এ.কে.এম.সামসুজ্জামান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা জাদুঘরের গ্যালারিসমূহ পরিদর্শন করেন। এছাড়া আগত প্রশিক্ষণার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।          

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে