বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সহধর্মিনীর মৃত্যুতে পরমাণু শক্তি কমিশনের শোক

সোমবার, জানুয়ারি ১৮, ২০২১,১২:৪২ অপরাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান -এর সহধর্মিনী সৎ ও আদর্শ রাজনীতিক একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বুলা আহম্মেদ ১৭ জানুয়ারি ২০২১ সকাল ৮:৪৫ মিনিটে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সৎ ও আদর্শ রাজনীতিককে হারালো। বাংলাদেশের রাজনীতিতে তিনি গুণগত অবদান রেখেছেন। তিনি প্রগতিশীল আন্দোলনের নেত্রী হিসেবে ১৯৬৯ এর গণআন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মহিলা পরিষদের নেত্রী হিসেবে তিনি নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জাতীয় সমাজ গঠনমূলক কর্মকান্ডে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে