বিজিবি দিবস উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় উন্নতমানের খাবার ও কম্বল বিতরণ

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯,৫:৪৩ পূর্বাহ্ণ
0
571

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম গতকাল বিজিবি সদর দপ্তরের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রায় ১৫০০ দুস্থ ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরণ করেন। তিনি এ সময় দুস্থ ও এতিম শিশুদের যেকোনো প্রয়োজনে এবং তাদের সার্বিক কল্যাণে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ২০১৯ উদ্‌যাপন উপলক্ষে বিজিবি’র কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং এর কার্যক্রমের সাথে জনসাধারণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে এ আয়োজন করা হয়।  

এ সময় বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী, পিলখানার পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে