[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সিদ্ধিরগঞ্জে দুই ঘণ্টার ব্যবধানে বিচ্ছিন্ন দুইস্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছে অজ্ঞাত এক যুবক । এক মহিলা গুরুতর আহত হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিহত যুবকের বয়স ২২ থেকে ২৫ বছরের মত হবে। বিচ্ছিন্ন এ দুই ঘটনা ঘটে শনিবার সকাল পৌনে ৯ টায় ও পৌনে ১১ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া ও পাইনাদী শাপলা চত্বর এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাখাওয়াত জানায়, ঐ যুবক ৬-৭ বছরের এক কন্যা শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছিল। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে উপস্থিত দুই যুবকের সন্দেহ হয়। এসময় তারা ঐ যুবককে জিজ্ঞেস করে শিশুটি কার ? এমন সময় ঐ যুবক শিশুটিকে নিজের বলে দাবি করে। শিশুটির বাবা ঘটনাস্থলের অদূরেই দাঁড়িয়ে ছিল । যুবকের কথা শুনে তিনি ঘটানস্থলে আসলে শিশুটি তার বাবার কাছে চলে যায়। এসময় ঐ যুবককে গণপিটুনি দেয়া শুরু করে উপস্থিত লোকজন । পুলিশ খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জস্থ খানপুর হাসপালে নেয়ার পথে ঐ যুবকের মৃত্যু হয়। যুবকের পুরো পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপরদিকে ২২ থেকে ২৫ বছরের এক মহিলা শাপলা চত্বর এলাকায় খেলনা ও খাবার দিয়ে এক শিশুকে নিয়ে যাচ্ছিল। এসময় প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হলে তারা শিশুটি কার জিজ্ঞেস করলে সে কোন সদুত্তর দিতে পারনি। এসময় তাকে গণপিটুনি দেয়া শুরু করে এলাকাবাসী জড়ো হয়ে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায় তাকে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহীদুল ইসলাম তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।