[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা ও সংবিধান অবমাননাকারীদের গ্রেপ্তার এবং জামায়াত-হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করবে।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মৎস্য ভবন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের নাগরিকদের দেশব্যাপী মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী এই মানববন্ধন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। সবাইকে করোনাকালীন বিধি-নিষেধ মেনে ও মাস্ক পরে কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি একই সময়ে সারা দেশে পালন করা হবে। কর্মসূচির উদ্যোক্তা সংগঠনের মধ্যে রয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম ‘৭১ ইত্যাদি।