বিকেলে শাহজালাল বিমানবন্দরে পৌঁছাচ্ছে ড্রিমলাইনার “সোনার তরী”

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,১০:২৬ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সম্পূর্ণ নতুন পঞ্চম ড্রিমলাইনার উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের পঞ্চম ড্রিমলাইনার অবতরণ করার কথা রয়েছে। বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা এর মাধ্যমে দাঁড়াবে ১৭টি। আগামী মঙ্গলবার এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮-তে অপর ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’ পৌঁছানোর পর। সম্প্রতি এগুলো আনার জন্য আমেরিকার সিয়াটলে যান ৪৫ সদস্যের একটি দল ।

সূত্র জানায়, এই দলে ১৩ জন প্রকৌশলী, আটজন পাইলট, ১২ জন কেবিন ক্রু এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) দুজন বিশেষজ্ঞ রয়েছেন। অন্য যে ১০ জন উড়োাজাহাজ আনার দলে অন্তর্ভুক্ত হয়েছেন তাঁরা হলেন-অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সিএএবির চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুজন জনসংযোগ কর্মকর্তা।

বিমান এবং বোয়িং ঘোষণা করে গত ১৭ নভেম্বর দুবাই উড়োজাহাজ প্রদর্শনীতে দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার কিনেছে বিমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। ‘সোনার তরী’ এবং ‘অচিন পাখি’ উড়োজাহাজ দুটির নাম দিয়েছেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানায়, আগামী ২৮ ডিসেম্বর নতুন দুই ড্রিমলাইনার এবং বিমানের মোবাইল অ্যাপস আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ২৯৮টি আসন থাকছে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে