বিএসটিআই পরিক্ষীত নিম্নমানের ১৩ পণ্যের তালিকা

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯,১০:০৭ পূর্বাহ্ণ
0
143

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএসটিআই ১৫৪টি পণ্য পরীক্ষা করে ১৩টি পণ্য নিম্নমানের পেয়েছে। সংস্থাটির আইনজীবী মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টে এ প্রতিবেদনটি দাখিল করেন। জানা গেছে নিম্নমানের ১৩টি পণ্যের মধ্যে লাচ্ছা সেমাই, ঘি, ব্রেড রয়েছে। উচ্চ আদালত প্রশ্ন তুলেছেন নিম্নমান ঘোষণার কয়েকদিনের মধ্যে ঐ পণ্যগুলো কিভাবে মান সম্মত হয়।

এদিকে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক ভোক্তাদের অভিযোগ শুনতে হটলাইন চালুর জন্য ৫০ লাখ টাকা বাজেট চাওয়ায় হাইকোর্টে ক্ষমা চেয়েছেন। পরে আদালত বাজেট পাওয়ার তিনমাসের মধ্যে হটলাইন চালুর নির্দেশ দেন। এ হট লাইন চালু করতে বলা হয়েছে আউট সোর্সিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে মাসিক খরচ হবে ৫ লাখ টাকা।

নিম্নমানের ১৩ পণ্যের তালিকা-

১. ফার্ম ফ্রেশ ঘি
২. ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ)
৩. ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন)
৪. মদিনা লাচ্ছা সেমাই
৫. আয়োডিন যুক্ত লবণ (উট)
৬. আয়োডিন যুক্ত লবন(নজরুল)
৭. মডার্ন স্কিন ক্রিম
৮. জিএম স্কিন ক্রিম
৯. এরাবিয়ান স্পেশাল ঘি
১০. রেভেন লাচ্ছা সেমাই
১১.খাজানা লাচ্ছা সেমাই
১২.খাজানা ঘি
১৩.খাজানা চানাচুর

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে