[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর ফল-২০২২ সেশনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম অডিটোরিয়ামে সকাল ৯.০০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিবও বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিইউএইচএস-এর ট্রেজারার, সকল অনুষদের ডীন, রেজিষ্ট্রার ও প্রক্টর এতে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নবীণ ও বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিইউএইচএস এর চলতি সেশনে অনার্স ও মাষ্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া প্রায় ২৫০ শিক্ষার্থীকে অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক রশিদ-ই মাহবুব বলেন, সবার জন্য সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট, জনস্বাস্থ্যবিদ ও সহায়ক পেশাজীবীদের কোন বিকল্প নেই।
বিইউএইচএস গত এক দশক ধরে এ খাতে দক্ষ জনবল তৈরি করে চলেছে। অধ্যাপক ডা. ফরিদুল আলম নতুন প্রজন্মের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ে উচ্চ শিক্ষা সম্পন্ন করে নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্যখাতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউএইচএস ২০১২ সাল হতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
এ পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষা লাভকরে দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করছে।