বিআইডব্লিউটিএ’র অভিযানে ৫১ স্থাপনা অপসারণ, ২১ লাখ টাকার পণ্য নিলাম

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০,৭:৩৯ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে গতকাল ঢাকা নদীবন্দরের আওতাধীন পোস্তগোলা ব্রিজ থেকে পানগাঁও পর্যন্ত বিশেষ অভিযানে ছয়টি একতলা পাকা স্থাপনা, পাঁচটি আধাপাকা স্থাপনা, পাঁচটি পাকা ওয়াল (তিনশত ফুট), ২৫টি টিনের ঘর, ১০টি দেশীয় ড্রেজারের লোহার পাইপলাইন-সহ (দু’হাজার ফুট) মোট ৫১টি স্থাপনা অপসারণ করেছে। এর ফলে ৩ দশমিক ৫ একর তীরভূমি উদ্ধার হয়েছে।

বিআইডব্লিউটিএ অপসারণ কার্যক্রমে ২১ লাখ ৪৫ হাজার টাকার পণ্য নিলাম এবং এক লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে। আজ ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বুড়িগঙ্গা নদীতে কেরাণীগঞ্জ প্রান্তে পানগাঁও হতে অভিযান চলছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে