[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ দু’দিন পেছানো হয়েছে। এতে নির্বাচনী প্রচারের জন্য সময় ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ১ ফেব্রুয়ারি সকাল ৮টার ৩২ ঘণ্টা আগে অর্থ্যাৎ ৩০ জানুয়ারি রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে। পুরনো তারিখে ৩০ জানুয়ারি ভোটের তারিখ বলবৎ থাকলে প্রচার শেষ হতো ২৮ জানুয়ারি রাত ১২টায়। সে হিসাবে ভোটের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রচারে ৪৮ ঘণ্টা বেশি সময় পাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, প্রার্থীদের প্রচার বন্ধ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে। যেহেতু ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। এক্ষেত্রে ১ ফেব্রুয়ারি সকাল ৮টার ৩২ ঘণ্টা আগে অর্থ্যাৎ ৩০ জানুয়ারি রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে।