বারডেমে নিয়মিতভাবে লিভার প্রতিস্থাপন শুরু

বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২০,৬:৩৯ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিয়মিতভাবে লিভার প্রতিস্থাপন শুরু হয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে । গত ১৩ ফেব্রুয়ারি সফলভাবে একটি লিভার প্রতিস্থাপন সম্পন্ন করে অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি চিকিৎসক দল । জাহানারা খাতুন নামের এক রোগীর জন্য লিভারের একটি অংশ দান করেন তাঁর ছেলে অ্যাডভোকেট শরিফুল ইসলাম। লিভারদাতা ও গ্রহীতা দুজনই সুস্থ আছেন। 

ডায়াবেটিক সমিতি সূত্র জানায়, বারডেম হাসপাতালে এর আগে ২০১০ সালে প্রথম সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হলেও তা বিভিন্ন কারণে নিয়মিত হয়নি। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়মিত লিভার প্রতিস্থাপন করা হবে এখন থেকে। প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এ জন্য। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে