বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হার রিয়াল মাদ্রিদের

রবিবার, জুলাই ২১, ২০১৯,৫:৩৭ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হেরেছে । কোরেন্তিন টোলিসো, রবার্ট লেভানডফস্কি ও সার্জিও জিন্যাবি বায়ার্নের হয়ে একটি করে গোল করেন । অন্যদিকে রদ্রিগো রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন।

বাংলাদেশ সময় আজ রবিবার সকালে যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে  অনুষ্ঠিত হয় ম্যাচটি।  ম্যাচের ১৫ মিনিটেই ফরাসি মিডফিল্ডার কোরেন্তিন টোলিসোর গোলে বায়ার্ন এগিয়ে যায় । বক্সের ভেতর থেকে কোরেন্তিন টোলিসোর শট গোললাইন থেকে ফেরান রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে গোলরক্ষক ফিরতি শট ফেরাতে পারেননি । এরপরে আর কোনো গোল না হলে এক গোলে এগিয়ে থেকে বায়ার্ন মিউনিখ বিরতিতে যায় ।

বিরতির পর ১১ জনই বদলি নামিয়েছিলেন জিদান। এ সময় গোল পরিশোধে মরিয়া রিয়ালের ওপর প্রভাব বিস্তার করে মিউনিখ। ম্যাচের ৬৭ মিনিটে দারুণ এক গোলে বায়ার্নের ব্যবধান দিগুণ করেন বদলি হিসেবে নামা রবার্ট লেভানডফস্কি। এর দুই মিনিটের মাথায় সার্জিও জিন্যাবি আরো ব্যবধান বাড়ায় । এতে স্কোরলাইন দাড়ায় ৩-০ তে।

এদিকে ৮১ মিনিটে উলরিচ রিয়ালের রদ্রিগোকে ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। এ সুযোগে ৮৪ মিনিটে রদ্রিগোর গোলে রিয়াল পরাজয়ের ব্যবধান কমাতে পারে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে