[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে পবিত্র ঈদুল ফিতরের ৫ টি নামাজের জামাত অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
আগামী রবিবার বা সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে চাঁদ দেখা সাপেক্ষে। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না করোনা সংক্রমণ পরিস্থিতিতে।
এই পরিস্থিতিতে মাস্ক পরা, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করাসহ কিছু শর্ত পালন সাপেক্ষে এবার মসজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।