বাবা দিবসের বিশেষ গুগল ডুডল

রবিবার, জুন ১৬, ২০১৯,১০:৫৬ পূর্বাহ্ণ
0
81

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ রবিবার বিশ্ব বাবা দিবস। এই বিশেষ দিনকে শুভেচ্ছা জানাতে বরাবরের মতো এবারও শৈল্পিক ডুডল করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চইঞ্জিন গুগল। এ উপলক্ষে গুগলের ওয়েবসাইটে ডুডলের তিনটি আলাদা স্লাইড করা হয়েছে।

স্লাইডগুলোতে দেখা যায়, একটি বাবা হাঁস তার ছয়টি বাচ্চা হাঁসকে নিয়ে খেলছে। এ সময় বাচ্চা হাঁসগুলোকে পানিতে সাঁতার কেটে ও বাবা হাঁসের গায়ে উঠে খেলতে দেখা যায়। এর মাধ্যমে একজন বাবা যে তার সন্তানদের ভালোবাসে, তাদের সঙ্গে খেলার ছলে সময় কাটায়, আগলে রাখে এবং বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক- তাই বোঝানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের প্রায় ৮৭টি দেশ জুন মাসের তৃতীয় রবিবার পালন করে বাবা দিবস। তার মধ্যে বাংলাদেশ, ভারত, অ্যান্টিগুয়া, বাহামা, বুলগেরিয়া, পাকিস্তান, কানাডা, চিলি, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সুইজারল্যান্ড, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা, ভেনিজুয়েলা ও জিম্বাবুয়ে অন্যতম।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে