বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০,১১:১৮ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা শনাক্ত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তবলিগফেরত এক বৃদ্ধের দেহে। প্রথমবারের মতো এই শনাক্তের মধ্য দিয়ে বান্দরবান জেলাও করোন ঝুঁকির মধ্যে পড়ল। এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত চিজিৎসক ডা. আবু জাফর ছলিম উল্লাহ। করোনা শনাক্ত আবু ছিদ্দিক (৭০) ঘুমধুম ইউনিয়নের কোনার পাড়ার বাসিন্দা।

তিনি জানান, তই তিনি নারায়ণগঞ্জে তবলিগ জামাত থেকে এলাকায় ফিরেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি থেকে যে ৪৮ জনের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়েছিল তার মধ্যে এই ব্যক্তিও ছিলেন। অন্য ৪৭ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ পাওয়া গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে