[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
অব্যাহত আছে পৃথিবীর সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজনে ভয়াবহ দাবানল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গেল কয়েকদিনে বনের প্রায় ৮ হাজার বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। দমকলকর্মীরা আগুন নেভাতে বিমান দিয়ে পানি ছিটানোর কাজ করছে। এদিকে, বিশ্বনেতারা অ্যামাজনের আগুন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। দ্রুত পদক্ষেপ নিতে আহ্বানও জানানো হয়েছে দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারোর প্রতি।
ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন না করার হুমকি দিয়েছে আগুন নেভাতে কার্যকর উদ্যোগ না নেয়া হলে। ব্রাজিলীয় প্রেসিডেন্ট বিশ্বব্যাপী সমালোচনার মুখে অ্যামাজনে সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছেন । ইতোমধ্যে জানা গেছে প্রস্তুতি শুরু হয়েছে বলে ।