[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর ।
এ ঘটনা ঘটে আজ শনিবার সকাল ৯টার দিকে ।
অজ্ঞাতপরিচয় সে নারীকে ছেলেধরা সন্দেহ করে স্থানীয়রা পিটুনি দিলে তিনি মারাত্মক আহত হন। পরে আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাঁর ।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা । তিনি বলেন, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শিশুচোর সন্দেহে এক নারীকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ওই নারী আহত হয় গুরুতর। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে ও পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে।