বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী

শুক্রবার, জুন ১০, ২০২২,১২:২২ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবের উ‌দ্দেশ্যে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেন তিনি।  

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জাতীয় বাজেট প্রস্তাবের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা হন। এরপর বেলা ১২টার দিকে তিনি সংসদ ভবনে গিয়ে পৌঁছেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল টানা চতুর্থ বারের মতো জাতীয় বাজেট পেশ করবেন। এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এবার তিনি ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে