[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাগেরহাটে বিজয় উৎসব উপলক্ষে ১০ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। ‘এসো বিজয় আনন্দে বইমেলা প্রাঙ্গণে’ প্রতিপাদ্য নিয়ে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বই প্রত্যেক মানুষের মনের খোরাক। আলোকিত মানুষ হতে অবশ্যই বই পড়তে হবে। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ৩০টি স্টল রয়েছে। এ বইমেলা ৩১ ডিসেম্বর শেষ হবে ।