[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক (৩৫) নিহত হয়েছে বাগেরহাটের কচুয়ায়। স্থানীয় দুইজন আহত হয়েছেন ডাকাতদলকে ধরতে গিয়ে। তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিহত যুবকের পরিচয়। আহতরা হলেন বারইখালি গ্রামের আব্দুল কাদেরের দুই ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহসিন হাওলাদার (৩৬)। তাদেরকে পাঠানো হয়েছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারইখালি গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে ডাকাতিকালে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) সর্দার ইকবাল হোসেন বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। যে দুইজন আহত হয়েছেন ডাকাতদলকে ধরতে গিয়ে তাদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি এ ব্যাপারে।