বাগেরহাটে ট্রাকচাপায় এক বাবুর্চি নিহত

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯,৯:৪৭ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকচাপায় এক পথচারী নিহতে ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আরা পেট্রল পাম্পের কাছে। নিহত নুর মোহাম্মদ ফরাজী (৪০) জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুজ ফরাজীর ছেলে। জানা গেছে, তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, পণ্যবোঝাই দ্রুতগামী একটি ট্রাক সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পথচারী নুর মোহাম্মদকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ এবং তার চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে