[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলা নববর্ষ ১৪২৯’ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র উদ্যোগে আয়োজন করা হয় গান, নাচ, আবৃত্তি সহ নানান অনুষ্ঠান।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে, বায়েজিদ, আরেফিন নগরে হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ,কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা।
সমবেত কন্ঠে এসো হে বৈশাখ, এসো, এসো, তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা, দূর হয়ে যাক, যাক, যাক…এসো হে বৈশাখ, এসো, এসো-গেয়ে নতুন বর্ষকে বরণ করে নেন উপস্থিত সকলে। এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
‘সুখী সমৃদ্ধ আগামী এবং শিক্ষার আলোয় আলোকিত হোক জাতি’ এ প্রত্যাশা নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।