বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে অবস্থান করছে ১২ রোহিঙ্গা

রবিবার, জুলাই ২১, ২০১৯,১০:৩২ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’এর তৎপরতায় রোহিঙ্গা অনুপ্রবেশ ব্যর্থ হল । বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের মুখেই বিএসএফ তাদের বাধা দেয় । এরপরই গত তিন দিন ধরে ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে ১২ জন রোহিঙ্গা মুসলিম অবস্থান করছে । এর মধ্যে দুই নারী ও পাঁচ জন শিশু ।

রবিবার বিএসএফ’এর ডিআইজি সি.এল.বেলবা জানান, গত বৃহস্পতিবার ত্রিপুরার সিপাহীজলা জেলার ফুতিয়া গ্রাম দিয়ে ১২ জন রোহিঙ্গা বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের চেষ্টা করছিল । এসময় তাদের গতিপথ রোধ করা হয়। ওইদিনই বিএসএফ ও বিজিবি’র কমান্ডান্ট পর্যায়ে বৈঠক হয় এবং বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বিজিবি একমত হয়। কিন্তু ওই রোহিঙ্গরারা ‘জিরো লাইন’ ছেড়ে যেতে রাজি না হওয়ায়  অবস্থান করছে সেখানেই।

বিএসএফ কর্মকর্তা আরও জানান, ওই রোহিঙ্গারা কক্সবাজার রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরে ছিলেন এবং তাদের কাছে বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে ইস্যু করা পরিচয় পত্রও পাওয়া গেছে। তাদের কাছ থেকে বাংলাদেশের তৈরি বিস্কুট ও নরম পানীয় উদ্ধার করা হয়েছে ।

বিএসএফ-এর ধারনা, এই খাবারগুলি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পক্ষ থেকে উদ্বাস্তু শিবিরে সরবরাহ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে