[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদনা সহকারী বিভাগের প্রধান মো. আজহারুল ইসলাম (৬০) আর নেই।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় তিনি মারা যান রাজধানীর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায়। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন আজহারুল ইসলাম।
গত সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে, সেখানেই তাকে দাফন করা হবে বলে জানায় পরিবার।