[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
০৫ জুন ২০২২ খ্রি. সাভারের বলিয়ারপুরে সংঘটিত মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ৩ (তিন) জন তরুণ বিজ্ঞানী নিহত এবং আহত ৯ (নয়) জন সহকর্মীর কমিশনে ৬ থেকে ৮ জুন, ২০২২ খ্রি. তিন দিন শোক পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া মরহুমদের রূহের মাগফেরাত কামনা করে অদ্য ৭ জুন ২০২২ খ্রি. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের, প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভা ও দোয়া মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধান অতিথি এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব জিয়াউল হাসান এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শোকসভার শুরুতেই নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় মাননীয় মন্ত্রী, সিনিয়র সচিব মহোদয়, কমিশনের সদস্যবৃন্দ, মহাপরিচালক/পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধি উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকসভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কর্যালয়সহ কমিশনের সাভার ও ঢাকাস্থ প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞানী ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশ নেন।