[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা-কর্মচারীরাও ‘সার্ভিস ইউনিফর্ম’ পরিধান করবেন আগামী ১ মার্চ থেকে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন ইউনিফর্মের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। নতুন ইউনিফর্ম জলপাই রঙের শার্ট ও গাঢ় জলপাই রঙের প্যান্টের সঙ্গে ক্যাপ ও ব্যাজ রয়েছে। শিগগিরই এ বিষয়ে আদেশ ইস্যু করা হবে।
গত ১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট পোশাক বিধিমালা ২০১৯’ চূড়ান্ত করে প্রজ্ঞাপন ইস্যু করা হয়।
বিধিমালার অনুযায়ী কাস্টমস ও ভ্যাট বিভাগে কর্মরত সেপাই, সাব-ইন্সপেস্টর, সহকারী রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, সহকারী কমিশনার, ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার ও কমিশনার এবং সমপদমর্যাদার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিফর্ম পরিধানের নির্দেশনা রয়েছে।