বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক সম্পন্ন নিউ ইয়র্কে

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯,৬:০২ পূর্বাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অতীতের মতো এবারও জাতিসংঘ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান ৭৪তম জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে (নিউ ইয়র্ক স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা) অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, সমুদ্র অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষা খাতসহ একাধিক ইস্যু গুরুত্ব পেয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে