[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
৩১ আগস্ট বাংলাদেশ এবং ক্যারিবীয় দ্বীপ-রাষ্ট্র সেন্টকিট্স এন্ড নেভিস এর মধ্যে কূটনৈতিক সর্ম্পক স্থাপন সংক্রান্ত একটি যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে এই দু’টি দেশের মধ্যে কূটনৈতিক সর্ম্পকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সেন্টকিট্স এন্ড নেভিস এর রাষ্ট্রদূত থেল্মা ফিলিপ ব্রাউন নিজ নিজ দেশের পক্ষে যৌথ ইশতেহারে স্বাক্ষর করেন।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এই দেশটি জাতিসংঘ ছাড়াও ক্যারকিম, অর্গানাইজেশন অব্ আমেরিকান স্টেট্স, ওইসিএসসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা ও বহুপাক্ষিক ফোরামের সক্রিয় সদস্য।
দু’টি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আর্ন্তজাতিক সংস্থা ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের সমর্থন আদায়ের পাশাপাশি এই সকল সংস্থায় ও ফোরামের নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের প্রচেষ্টা আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও দু’টি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটনশিল্প বিকাশের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।