বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, ইয়ুথ কনফারেন্স ২০১৯ এক কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ডিসেম্বর ৯, ২০১৯,৬:২৭ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ রবিবার সকালে স্টেশন রোডস্থ হোটেল এশিয়ান এস আর বেনকিউট হলে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, ইয়ুথ কনফারেন্স ২০১৯ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিবিআইএন ইয়ুথ কনফারেন্স ২০১৯ এর চেয়ারম্যান মো. আশিফুর রহমান শাহীন। এ সময় নেপালের এমপি অমিতাভ বিকে, পৌর মেয়র কিরণ রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, এসডিজি অর্জনে বাংলাদেশ সরকার দশটি লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে। এই দশটি লক্ষ্য মাত্রা অর্জনে সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ, ভারত,নেপাল, ভুটানের পেশাজীবীদের সামাজিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম খুবই উপযুক্ত স্থান। তাই পর্যটন শিল্পে বিনিয়োগের জন্য তিনি সংবর্ধিতদের প্রতি পরামর্শ দেন ।

অনুষ্ঠানে বাংলাদেশের ১২ জন, নেপালের ৩৭ জন, ভুটানের ২ জন এবং ভারতের ১ জন পেশাজীবিকে সংবর্ধনা দেয়া হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে