বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯,৮:০২ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামী বছরের (২০২০) মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী বছরের ১৪ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে। পরের দুটি ওয়ানডে হবে ১৬ এবং ১৯ মে। তিন ম্যাচেরই ভেন্যু স্টরমন্টে।

এদিকে ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি টেস্ট খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আর্থিক অসঙ্গতির কারণে টেস্টটি খেলতে অপারগতা জানিয়েছে। তার পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছে আইরিশরা। তবে সিরিজটি এখনও চূড়ান্ত হয়নি।

শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি সিরিজটি হতে পারে চার ম্যাচের। সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের মাঠে। কারণ এই সময়ে নিজেদের আন্তর্জাতিক ভেন্যুগুলোর সংস্কার করবে বোর্ড। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে