বাংলাদেশে তৈরি প্রথম ইলেকট্রিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন নাফিস আতিক শাহরিয়ার

শুক্রবার, মার্চ ৩, ২০২৩,১০:২৩ অপরাহ্ণ
0
389

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশে প্রথম তৈরি ইলেকট্রিক গাড়ি পালকি।গাড়িটি তৈরির পর থেকেই অনেকে টেস্ট ড্রাইভ করেন।

বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি স্পীকার ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী শামসুল হক (টুকু) জাতীয় সংসদ ভবনে টেস্ট ড্রাইভ করেন।মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পালকি টেস্ট ড্রাইভ করেন।

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে বি.এস.সি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মোঃ নাফিস আতিক শাহরিয়ার ২০২২ সালের অক্টোবর মাসে টেস্ট ড্রাইভ করে পালকি গাড়িটির বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন এবং উল্লেখিত সমস্যাগুলো সমাধানের পর ২০২৩ সালের জানুয়ারী মাসে তিনি পুনরায় টেস্ট ড্রাইভের আমন্ত্রণে সাড়া দিয়ে টেস্ট ড্রাইভ শেষে মন্তব্য জানান সন্তোষ্টজনক।

গাড়িটি বর্তমানে বিআরটিএ ও সরকারি অনুমোদন পেয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে