[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনা ভাইরাসে নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে বাংলাদেশে। বুধবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা জানান মহাখালী থেকে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে সংক্রমণ রয়েছে এই সন্দেহে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২ জন। যে ৪ জন নতুন রোগী সংযোজিত হয়েছে তাদের একজন নারী, তিনজন পুরুষ। এদের মধ্যে একজন পূর্বে আক্রান্ত এক ব্যক্তির পরিবারের সদস্য। বাকি ৩ জন বিদেশ থেকে ভ্রমণ করে এসেছেন। এদের মধ্যে দুজন ইটালি থেকে এসেছেন, আরেকজন কুয়েত থেকে এসেছেন।
সংক্রমণ বেড়ে এখন ‘কমিউনিটি ট্রান্সমিশন’ পর্যায়ে রয়েছে দেশের করোনা পরিস্থিতি এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান সেব্রিনা ফ্লোরা। এখন পর্যন্ত সবই ‘লোকাল ট্রান্সমিশন’ বা পারিবারিক সংক্রমণ ঘটেছে বলেও নিশ্চিত করেন তিনি।