বাংলাদেশে আ্যসেম্বলকৃত গাড়ির টেস্ট ড্রাইভ করলেন নাফিস শাহরিয়ার

সোমবার, জুন ১২, ২০২৩,১১:৪৪ অপরাহ্ণ
0
171

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে বি.এস.সি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মোঃ নাফিস আতিক শাহরিয়ার আজ ১২ জুন ২০২৩ তারিখে BAIC এর আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে আ্যসেম্বলকৃত BJ40 PLUS গাড়িটির শোরুম পরিদর্শন শেষে নিজে টেস্ট ড্রাইভ করেন। BJ40 Plus গাড়িটি ২০০০ সিসি এবং অকটেন চালিত।

টেস্ট ড্রাইভ শেষে মোঃ নাফিস আতিক শাহরিয়ার মানব সংবাদ প্রতিনিধিকে তার মন্তব্য জানান,”সন্তোষ্টজনক।

এসময় তিনি আরও বলেন, গাড়িটির নতুন মডেলে ইলেক্ট্রিক হাইব্রিড অপশন সংযোজন করা যেতে পারে এবং ৫-৬ বছর পরে ইন্ডিয়ান এবং চাইনিজ গাড়িগুলোর পার্টস বাংলাদেশে সহজে পাওয়া যায় নাহ।এই দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে