[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
“বাংলাদেশের সমাজ ক্রমশ অমানবিক হয়ে উঠছে। না হলে পরে বন্ধুরা মিলে সহপাঠীকে পিটিয়ে মারতে পারে না। আর উপাচার্য তার ছাত্রের মৃত্যুর পর তাকে দেখতে যেতে পারে না; নিহত ছাত্রের জানাজায় অংশ না নেওয়াটাই কতবড় অসংবেদনশীলতা এটা স্পষ্ট বোঝা যায়। এর কারণ আসলে বাংলাদেশের যে ভোগবাদী অর্থনীতি ক্রমাগত দেশের মধ্যে এক ধরনের অমানবিক সমাজ গড়ে তুলছে। অর্থনীতির মধ্যে ব্যক্তি লাভালাভ ছাড়া সমাজ ও রাষ্ট্রের জন্য কিছু দায়-দায়িত্ব আছে এটাই এখন মনে করতে পারছে না।”
আজ উত্তরায় বিকেল ৩টায় আব্দুল জলিল হাই স্কুল অডিটোরিয়ামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বৃহত্তর উত্তরা থানা সম্মেলনে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
মেনন বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সব সময় এ ধরনের বৈষম্য, দুর্নীতি, অনাচার, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে লড়াই করেছে। আগামী কংগ্রেস থেকে এই লক্ষ্যেই আমাদের লড়াই-সংগ্রাম পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তার সম্মেলনের মধ্য দিয়ে একটি মানবিক সমাজ গঠন করবে। বৃহত্তর উত্তরা থানার নেতা হারুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী প্রকাশ্য সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর কমিটির সদস্য কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কমরেড তৌহিদুর রহমান, যুব নেতা কমরেড কায়ছার আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।