বাংলাদেশিদের জন্য হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম চালু করল ধর্ম মন্ত্রণালয়

বুধবার, আগস্ট ১১, ২০২১,১১:০৭ অপরাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ হতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদি আরব সরকারের প্রেরিত পত্রের প্রেক্ষিতে বাংলাদেশি ওমরাহ যাত্রীগণের হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম শুরু করেছে।

ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি পালন সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ যাত্রীগণ ওমরাহ পালন করতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট www.hajj.gov.bd তে অনুমোদিত   ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া সৌদি আরব সরকারের শর্ত  অনুযায়ী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায়  ওমরাহ গমণেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং ওমরাহ যাত্রীকে  ১৮ বছর বা  তদূর্ধ্ব বয়সী হতে হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে