[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে গাম্বিয়া । আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতির কথা জানান গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন বৈঠক শেষে ।
ড. মামাদু টাঙ্গারা জানান, রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিতে গাম্বিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মানবিক ইস্যু, তার দেশ এই ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বিশেষ করে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধামন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন ।